বিহারে অষ্টমবারের জন্য শপথ নীতীশ কুমারের, ডেপুটি লালুপুত্র তেজস্বী
বিহারের রাজভবনে অষ্টমবারের জন্য শপথ নিলেন নীতীশ কুমার। বুধবার একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন লালুপুত্র তেজস্বী প্রসাদ যাদব। বিহারে এর আগে বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়েছিলেন নীতীশ কুমারের জেডিইউ। মাঝপথেই ভাঙল বিজেপি ও জেডিইউর জোট। অন্য রাজ্যে যেখানে বিরোধীদের সরকার ভেঙে গেরুয়া শিবির সরকার গড়ছে। বিহার তার উলাটপূরাণ দেখাল। বিহারে আরজেডির বিধায়ক ৭৯ জন, জেডেইউর ৪৫, কংগ্রেসের ১৯, লেফ্টফ্রন্ট ১৯, হাম ৪ ও ১ জন নির্দল রয়েছেন নূতীশ ও তেজস্বীর জোটে। এর আগে মঙ্গলবারই এনডিএ জোট ছাড়েন নীতীশ কুমার। ইস্তফা দেন মুখ্যমন্ত্রী পদ থেকে। তারপর তেজস্বীকে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে জোট সরকার গড়ার আবেদন জানান রাজ্যপালের কাছে।এদিকে, নীতীশকে স্বভাবগত বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। পাটনার বিভিন্ন জায়গায় নীতীশ কুমার মুর্দাবাদ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। জেলায় জেলায়, ব্লকে ব্লকে বিজেপি কর্মীদের প্রতিবাদ-বিক্ষোভ দেখানোর নির্দেশ এসেছে দিল্লি থেকে। বিহারের ঘটনায় বিরোধীরা গেরুয়া শিবিরের ওপর চাপ সৃষ্টি করতে উদ্যোগী হয়েছে